বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : ডিমোরিয়ার তেতেলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় আরও ৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নগাঁও দিক থেকে আসছিল আরটিগা গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় চালকসহ একজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে, বাকি পাঁচজন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার ভোর প্রায় ২টা ৩০ মিনিটে নগাঁও জেলার জুরিয়ার আদাখুন্দা এলাকা থেকে হৃদরোগের চিকিৎসার জন্য শিলঙে যাচ্ছিলেন ওই ব্যক্তিরা আরটিগা গাড়িতে। কিন্তু তেতেলিয়ায় পৌঁছনোর আগেই গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় করুণ মৃত্যু হয় ইমান আলি ও হাফিজুর রহমানের। উল্লেখযোগ্য যে, নিহত ইমান আলি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তাঁর চিকিৎসার জন্যই তাঁকে শিলঙের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।


