ভারতীয় নোটে রামের ছবি ছাপানোর দাবি নেট দুনিয়ায়

১৯ জানুয়ারি : দু’দিন পর অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে। সেটাকে ঘিরে গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহের সঙ্গে উন্মাদনা দেখা যাচ্ছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে ভারতীয় নোটে রামের ছবি ছাপানোর দাবি উঠল এবার নেট দুনিয়ায়। গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এ সংক্রান্ত ছবি-পোস্ট। আবার কেউ কেউ প্রকাশ হবে বলেও উল্লেখ করছেন।

সেই সব ছবিতেই ৫০০ টাকার নোটে দেখা যাচ্ছে রামের ছবি। নেটিজেনদের একাংশের দাবি, ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবির বদলে রামের ছবি দেওয়া হোক। শুধু তাই নয়, তারা চায় ভবিষ্যতে রামের ছবিই থাকুক ৫০০ টাকার নোটে। এমনকি নোটের পিছনে গান্ধীর চশমার বদলে রামের তির-ধনুকের ছবি থাকুক এটাই চাইছে তারা।

এ দিকে, অনেকে পোস্ট করে বলছিলেন ২২ জানুয়ারি সেই নোট প্রকাশ বা উন্মোচন হবে। কিন্তু আরবিআই এমন পোস্ট খণ্ডন করেছে। তা ভিত্তিহীন বলা হয়েছে আরবিআইর পক্ষে।

Author

Spread the News