পুজোর আগেই সেন্ট্রাল রোডের ড্রেনের কাজ সম্পন্ন করা সময়ের দাবি

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর, সোমবার :
৫ দিন বাকি দুর্গোৎসবের। বাজারমুখি হচ্ছেন সনাতনীরা। এরমধ্যে শিলচর শহরের বেহাল অবস্থা। কেনা-কাটায় মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন। শিলচর শহরের বাণিজ্য কেন্দ্র বলতে গেলে দেওয়ানজি বাজার পয়েন্ট থেকে সেন্ট্রাল রোড অবদি। কিন্তু এই রোডে চলাচল মুশকিল হয়ে পড়েছে।  ড্রেন নির্মাণ কাজে চলাচলে চরম দুর্ভোগের মুখে সাধারণ মানুষ। এ অবস্থায় একদিকে যেমন খদ্দেররা কষ্টের সম্মুখীন হচ্ছেন তেমনি ব্যবসায়ীরাও পথের মুখে পড়ছেন। ড্রেন নির্মাণ করতে প্রতিটি দোকানের সামনে রয়েছে গর্ত। এই গর্ত খদ্দের ও ব্যবসায়ীর মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। গর্তের জন্য বহু দোকানে খদ্দেররা পৌঁছতে পারছেন না। শুধু তা নয়, ড্রেন নির্মাণ কাজের দরুন পথচারীরা সড়কের পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে এবং যানবাহনও চলছে ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে।

সপ্তাহ দিনের মধ্যে কাজ সম্পূর্ণ বা বন্ধ না রাখলে যেকোনো সময়ে দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারীরা। এছাড়াও ক্লাভ রোড এলাকায় যদিও একটি পুজোর আয়োজন হয় কিন্তু এই সড়ক দিয়ে দর্শনার্থীদের যাতায়াত অব্যাহত থাকে। এই অবস্থায় যদি পুজোয় যাতায়াত করেন দর্শনার্থীরা তাহলে চরম দুর্ভোগ পোহাতে হবে। এছাড়াও বিজয়া দশমীর দক্ষিণ শিলচরের প্রায় সবকটি প্রতিমার বিসর্জন হয় এই সড়ক দিয়ে। ফলে অবস্থা ভয়াবহ রূপ নিতে পারে। তাই পুজোর আগেই কাজ সম্পন্ন করা সময়ের দাবি।

Author

Spread the News