পৃথক টি সেল গঠনের দাবি উঠল সুরমা ভ্যালির সভায়

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ১২৩তম সাধারণ সভা শিলচরে অনুষ্ঠিত হয়। শনিবার চা বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যা, চার গুণগত মান, স্বচ্ছ বাতাবরণ, ধরিতী পরিকল্পনা, সোলার এনার্জির বাস্তবায়ন সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে ‘এসভিবিআইটিএ’ র চেয়ারম্যান আইবি উবাদিয়া জানান, বরাকের চা বাগান গুলোর কিছু অংশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দখলে চলে যাওয়ায় চা বাগানের জমি সংরক্ষণ বর্তমান সময়ে এক জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বিভিন্ন কারনে বন্ধ হয়ে থাকা উপত্যকার চা বাগান গুলোর মালিকানা না থাকায় জমি জবর দখল করছে অবৈধ বাংলাদেশিরা।

উপত্যকার চারিদিকে অবৈধ অনুপ্রবেশকারীরা ভরে যাওয়ার দরুন চা বাগানের জমি দখল নিয়ে সমস্যায় দিন কাটাচ্ছেন বিভিন্ন বাগান কর্তৃপক্ষ। প্রতিটি চা বাগান গুলোর যথেষ্ট পরিমাণে জমি থাকার সুযোগকে কাজে লাগিয়ে জবর দখল করছে অবৈধ বাংলাদেশিরা। প্রশাসন প্রতিদিন রুটিন কাজে ব্যস্ত থাকায় বাগানের জমি সংরক্ষণ প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে “পৃথক টি সেল” গঠনের দাবি নিয়ে সরব হয়েছেন উপত্যকার বাগান মালিকরা। “পৃথক টি সেল” গঠন হলে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় থাকা চা বাগান গুলোর জমি দখলের সমস্যা নিরসন হওয়ার পাশাপাশি বাগানের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো অচিরেই সমাধান হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর সহায়তার হাত বাড়ানোর এদিন আবেদন জানিয়েছেন আইবিউবাদিয়া। সংস্থার ১২৩তম সাধারণ সভায় কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত  যুবরাজ বরঠাকুর, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, আইটিএ কলকাতার সাধারণ সম্পাদক অরিজিৎ রাহা, এসভিবিআইটিএ-র সম্পাদক আদিত্য চক্রবর্তী ও আইটিএ কলকাতার চ্যায়ারম্যান অতুল অস্থানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News