বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : গোয়ার নাইটক্লাবে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। মৃতদের মধ্যে অসমের তিনজন রয়েছেন। এদের দু’জন হচ্ছেন কাছাড় জেলার চা-বাগানের বাসিন্দা। সরকারিভাবে যে ২৫ জন মৃত ব্যক্তির তালিকা তুলে ধরা হয়েছে, সেখানে রয়েছে কাছাড় জেলার দুই ব্যক্তির নাম।
এরা হলেন ২৪ বছরের মনজিত মাল এবং ৬০ বছরের রাহুল তাঁতী। মনোজিৎ কাছার জেলার শিলকুড়ি গ্রান্ট পঞ্চম খণ্ডের বাসিন্দা। বাগান কর্মী মণিলাল মালের ছেলে। তিনি এবং সেখানে রান্নার কাজ করতেন। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকেরা রবিবার দুপুরেই সেখানে পৌঁছেছেন এবং মৃতদেহ শনাক্ত করেন। রাহুল তাঁতী কাঁঠাল গ্রান্টের বাসিন্দা। তার পরিবারের লোকেরাও রাহুলের দেহ বলে চিহ্নিত করবেন। সোমবার নিয়ে বাড়ি ফিরবেন।
এছাড়া ধেমাজি জেলার মাটি খোলা এলাকার বাসিন্দা দিগন্ত পাতির এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার বয়স ৩০ বছর এবং তিনি দীর্ঘদিন ধরে ওই নাইট ক্লাবে কাজ করতেন।
পুলিশের দাবি, কয়েকজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, আর অনেকের মৃত্যু দমবন্ধ হয়ে।দুর্ঘটনার সময় ক্লাবের ভেতর প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।


