লেবামনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮৫

২৪ সেপ্টেম্বর : লেবাননে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ২০০৬ সালের পর এটাই ইজরায়েলের সবচেয়ে বড় হামলা। এর জেরে ইজরায়েলের হাতে নিহত হন ৫৮৫ জন লেবাননের নাগরিক। যাঁদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যা বেশি। এদিকে লেবাননের রেডিও সিস্টেমও হ্যাক করার অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে। হঠাৎ করেই সেখানকার রেডিওতে ইজরায়েলি বার্তা শোনা যাচ্ছে বলে খবর।

উল্লেখ্য, হিজবুল্লা আগেই একের পর এক হামলা চালিয়েছিল। সোমবার তাদের পাল্টা দেয় ইজরায়েল।

Author

Spread the News