কাতারে বন্দি ৮ প্রাক্তন নৌসেনার ফাঁসির সাজা রদ

২৯ ডিসেম্বর : অবশেষে স্বস্তি কাতারে বন্দি ৮ প্রাক্তন নৌসেনা কর্মীর। তাঁদের ফাঁসির আদেশ শোনা হয়েছিল কয়েক সপ্তাহ আগে। মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জির মামলার শুনানি শুরু হয়েছিল। অবশেষে তাঁদের ফাঁসি রদ করেছে আদালত। তাঁদের সাজা বদলে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তেমনই দাবি করা হয়েছে।

ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, এই মাসের শুরুতে বলেছিলেন, সরকার কাতার থেকে কারাবন্দী প্রাক্তন নৌবাহিনীর কর্মীদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেছিলেন, “তাদের স্বার্থ যাতে দেখা যায় তা নিশ্চিত করার জন্য আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন কর্মকর্তারা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত এবং নাবিক রাগেশকে। এদের সবাইকে ২০২২ সালের ৩০ আগস্ট দোহা থেকে কাতারের গোয়েন্দা সংস্থা গ্রেফতার করে। তাদের জামিনের আবেদন কাতারি কর্তৃপক্ষ একাধিকবার খারিজ করেছে। এবার তাদের মৃত্যুদণ্ডের সাজা রদ হলো কাতারে।

Author

Spread the News