কলেজে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু অধ্যাপকের, গোটা কালাইনে শোকাবহ পরিবেশ

বরাক তরঙ্গ, ১৬ মে : কলেজেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক সহকারী অধ্যাপক। এই হৃদয় বিদারক ঘটনা ঘটে কাটিগড়ার কালাইন সত্যরঞ্জন কলেজে। জানা যায়, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন ধর প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পৌঁছেন। কমনরুমে হঠাৎ অস্বস্তিবোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে অটোতে করে কালাইন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছার পর অজ্ঞান হয়ে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ খবর পেয়ে তাঁর বৃদ্ধা মা ছুটে আসেন কালাইন  হাসপাতালে। মাত্র ৪৭ বছর বয়সের এই আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। হাসপাতাল থেকে চয়ন ধরের মরদেহ নিয়ে যাওয়া হয় কালাইন সত্যরঞ্জন কলেজে। কলেজে তাঁর মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিপা নাথ চৌধুরী, প্রবীর দাস, দীপঙ্কর দাস, হারাণ দাস, সন্দীপ দাস, রেসব দাস, কৌশিক দাস, সুব্রত দেব, সুইটি সূত্রধর ও প্রিয়া বৈষ্ণব সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কলেজে শেষ শ্রদ্ধা নিবেদন করার পর চয়ন ধরের মরদেহ পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। যদিও মৃত্যুর কারণ জানা যায়নি, তবে গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে ধারনা করছে বিভিন্ন মহল।

প্রয়াত চয়ন ধর অর্থনীতির অধ্যাপক হলেও রাষ্ট্র বিজ্ঞান, গণিত, ইংরেজিতে অগাধ দখল ছিল। তাঁর কোচিঙে আজ বহু ছাত্র প্রতিষ্ঠিত। এক সূত্রে জানা যায় তিনি কিছুটা মানসিক চাপেও ছিলেন।

Author

Spread the News