চপার ভেঙে মৃত্যু হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম, মোদির শোক
২০ মে : চপার ভেঙে মৃত্যু হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi)। নিহত সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও। ইরানের (Iran) প্রশাসনিক আধিকারিকদের উদ্ধৃত করে এখবর জানিয়েছে একটি সংবাদসংস্থা।
রাইসির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোকবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের বেদনাদায়ক মৃত্যুতে অমি গভীরভাবে শোকাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে তাঁর অবদান সর্বদা মনে থাকবে। তাঁর পরিবার এবং ইরানের মানুষকে আমি আমার অন্তরের সমবেদনা জানাই।’
রবিবারই জানা গিয়েছিল যে, পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে রাইসির চপার। ওই চপারেই ছিলেন ইরানের বিদেশমন্ত্রী। ইরান প্রশাসনের এক শীর্ষ পদাধিকারী জানিয়েছিলেন, একটি পার্বত্য অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় চপারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। শুরু হয় উদ্ধারকাজ। চপারটিকে উদ্ধারও করা হয়।
ইরানের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাইসি আজারবাইজান সফরে বেরিয়েছিলেন। যেখানে দুর্ঘটনাটি ঘটে, সেই স্থানটি আজারবাইজানের সীমান্তে অবস্থিত শহর জোলফার কাছাকাছি। জায়গাটি ইরানের রাজধানী থেকে অন্তত ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।