বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : সোনাই হাতিখালে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে আহত কিশোরীর মৃত্যু ঘটল। দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার।
বৃহস্পতিবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। এ খবরে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, গত সোমবার রাতে জমি দখল নিয়ে কাছাড়ের সোনাইর হাতিখালবাজারে দুই পক্ষের সং’ঘ’র্ষ হয়েছিল। এতে এক পক্ষের দুই পড়ুয়া সহ কমেও ১২ জন গুরুতর আহত হয়েছিলেন।
হাতিখাল বাজারের বাসিন্দা আতাবুর রহমান আহমেদ ও আব্দুল হেকিম পক্ষের মধ্যে জমি জবরদখল নিয়ে সংঘর্ষ বাঁধে। ঘটনার পর এনিয়ে কচুদরম থানায় আব্দুল হেকিম পক্ষ মামলা দায়ের করেন। এজাহার মতে, আব্দুল গফুর পক্ষের জমিতে আতাবুর পক্ষের অন্তত ২৫-৩০ জন পুরুষ-মহিলা ধারালো অস্ত্রসহ ইট-পাটকেল নিয়ে রাত সাড়ে ১০ টা নাগাদ জমি দখল করার চেষ্টা করে এবং আব্দুল হেকিম পক্ষ তাদের বাধা প্রদান করলে তুমুল সংঘর্ষ হয়। এতে আব্দুল হেকিম পক্ষের অন্তত ৯ জন গুরুতর আহত হন।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, আব্দুল হেকিম, তার স্ত্রী ও পুত্র শোয়েব আহমেদকে বিবাদীরা বেধড়ক মারধর করার সময় তার দ্বিতীয় মেয়ে সাদিয়া আক্তার রাতে টিউশন থেকে বাড়ি ফেরার পথে মা-বাবাকে মারধর করতে দেখে এগিয়ে গেলে দুস্কৃতির হাতে আক্রমণের শিকার হয়। এতে সাদিয়া গুরুতর ভাবে আহত হয়। এছাড়া সাদিয়ার ভাই শোয়েব আহমেদও ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। সাদিয়া ও শোয়েব ভাই-বোন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন থাকলেও আজ ভোরে মৃত্যু ঘটে সাদিয়ার। এ খবর এলাকায় পৌঁছতেই থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


