চণ্ডীঘাটে কালভার্টের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের মৃত্যু

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : কালভার্টের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় বছর একুশের এক যুবককে উদ্ধার করে মেডিক্যালে পাঠালেও শেষ রক্ষা হয়নি। তার পাশে একটি সাইকেল পাওয়া যায়। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার বিকেলে উধারবন্দের চণ্ডীঘাট চা-বাগানের রাস্তায়। জানা যায়, কালভার্টে একটি সাইকেল সহ রক্তাক্ত অবস্থায় পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা আলি আকবের ছেলে সাবির আহমদকে দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই লোকজনের ভিড় জমে উঠে। খবর দেওয়া হয় উধারবন্দ থানায়। তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে না করতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় উধারবন্দ প্রশাসন। পুলিশ সঙ্গে সঙ্গে থানার গাড়িতে করে তাকে উধারবন্দ প্রাথমিক চিকিৎসালায় কেন্দ্রে পাঠিয়ে দেয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে শিলচর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। মেডিক্যালে পৌছলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, কালভার্টের একটি অংশ কুয়ার মত গর্ত, সেই গর্তে গত কয়েকদিনে প্রায় চারটি ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয়রা আরও বলেন, রাস্তার অর্ধেক গর্ত এবং অর্ধেক কালভার্ট রয়েছে এর জন্যই ওই জায়গায় কয়েকবার এরকম ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছে। এলাকার জনগণ এই নিরীহ পরিবারকে আর্থিক সাহায্যের জন্য সরকারের কাছে আর্জি জানান। তবে কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে তা সঠিক কেউ বলতে পারেননি।

চণ্ডীঘাটে কালভার্টের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের মৃত্যু
চণ্ডীঘাটে কালভার্টের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের মৃত্যু

Author

Spread the News