বাইকের ধাক্কায় আহত স্কুল ছাত্রীর মৃত্যু, স্কুলে কান্নার রোল

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : বাইকের ধাক্কায় আহত প্রথম শ্রেণীর ছাত্রী সাহিনা বেগম বড়ভূইয়ার মৃত্যু ঘটল। সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনে অকালে না ফেরার দেশে পাড়ি দিল অবুঝ শিশুকন্যাটি। শুক্রবার রাত তিনটা নাগাদ শিলং নিগ্রিমস হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সাহিনা। এদিনই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিগ্রিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শনিবার সকালে তার নিথর দেহ স্কুলের সামনে নিয়ে এলে কান্নার রোল উঠে।

উল্লেখ্য, গত সোমবার বড়খলা কেন্দ্রের কালাইন-শিলচর সড়কের ভাঙারপারে এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল। এতে গুরুতর জখম হয়েছিলেন ভাঙ্গারপার হাজি এএন লস্কর উদয়ন বিদ্যাপীঠের দুই পড়ুয়া ইমরান ও সাহিনা। এরা ভাইবোন। স্কুলের সামনেই বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন এ দুই ভাই-বোন পড়ুয়া। এ ঘটনার পর প্রতিবাদে স্কুল পড়ুয়া সহ এলাকার লোকেরা কালাইন-শিলচর সড়ক অবরোধে করেন, এতে উত্তাল পরিস্থিতি ছিল।

বাইকের ধাক্কায় আহত স্কুল ছাত্রীর মৃত্যু, স্কুলে কান্নার রোল

এদিকে, গুরুতর জখম দুই পড়ুয়াকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠান।  এরমধ্যে সাহিনার অবস্থা সঙ্গীন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার শিলচর থেকে শিলং নিগ্রিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। এদিন রাতেই মৃত্যু ঘটে সাহিনার। গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক : ঝুমি নাথ ও হিবজুর রহমান, বড়খলা ও শিলচর।

Author

Spread the News