সারারাত তালাবন্দী বৃদ্ধার মৃতদেহ, অমানবিক কাণ্ডের নিন্দা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যুর পর রাতভর ঘরে বন্দি থাকল মৃতদেহ। ঘরে তালা লাগিয়ে চলে গেলেন নিকটআত্মীয়রা ও পুলিশ উদ্ধার করল মৃতদেহ। এ নিয়ে শ্রীভূমি শহরে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি সামনে আসতেই এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীভূমি থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীভূমি শহরের নিলমণি পথের বাসিন্দা শ্রেয়সী রায় (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন মহিলা দীর্ঘদিন ধরেই একা বসবাস করছিলেন। শনিবার তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন বলে জানা যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

অভিযোগ উঠেছে, মহিলার মৃত্যুর খবর পেয়ে তাঁর নিকট আত্মীয়রা বাড়িতে উপস্থিত হয়ে মৃতার চোখে তুলসী পাতা দিয়ে ধর্মীয় রীতি পালন করেন। এরপর আশ্চর্যজনকভাবে তারা ঘরে তালা লাগিয়ে চলে যান। ফলে সারা রাত মৃতদেহ ঘরের মধ্যেই বন্ধ অবস্থায় পড়ে থাকে।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িটি বন্ধ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। এরপর মৃতদেহ শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং নিকট আত্মীয়দের ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

নিকটআত্মীয়দের এমন অমানবিক আচরণে এলাকায় তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত মহিলার সঙ্গে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।

ঘটনাটি ঘিরে শ্রীভূমি জুড়ে এখন চরম চাঞ্চল্য। পুলিশ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের সমস্ত তথ্য সামনে আনবে বলেই আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *