সকাল ৯টায় বিপদসীমা পার বরাকের, বাড়ছে জলস্তর
বরাক তরঙ্গ, ১ জুন : ঘণ্টায় কখনও ৩০ আবার কখনও ২৫ সেন্টিমিটার করে বরাক নদীর জলস্ফীতি বাড়তে থাকে। এভাবে বেড়ে ১৯.৮৩ সেন্টিমিটারের লেভেল অতিক্রম করল শিলচর অন্নপূর্ণা ঘাটে। আর এই সংখ্যাটি হচ্ছে বিপদসীমা। অর্থাৎ রবিবার সকাল ৯টায় বিপদসীমা পার হল বরাক। সকাল ১১টায় ২০.৬৩ সেন্টিমিটার পৌঁছে জলস্তর। গত এক ঘণ্টায় ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পায়।
এ দিকে, জেলার বিভিন্ন অঞ্চল বরাকের জলে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ডুবছে সবজি ক্ষেত, ঘরবাড়ি। অনেকেই অন্যত্র আশ্রয় নেওয়ার খবর পাওয়া যায়। এক হাহাকার পরিবেশ সৃষ্টি হতে চলেছে।
