শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্যই বিকশিত হচ্ছে দেশ : নীহার রঞ্জন

বিকশিত ভারত সংকল্প যাত্রা  কর্মসূচী গুমড়া জিপিতে_____

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : নরেন্দ্র মোদির মতো একজন শক্তিশালী ও সৎ প্রধানমন্ত্রী থাকার কারণেই আজকের দিনে আমাদের ভারত দেশ বিকশিত হচ্ছে। পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদরা বলছেন নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২৭ সালের মধ্যে তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশ হবে ভারত। সোমবার কালাইন উন্নয়ন খণ্ডের অধীন ক্রেইগ পার্ক চাবাগানের মাঠে আয়োজিত বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচীতে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন শিলচর মহকুমা তপশীলি জাতি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস। 

এদিন গুমড়া গ্রাম পঞ্চায়েত সভাপতি অসিত দাসের পৌরহিত্যে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে নীহাররঞ্জন দাস বলেন, আমাদের সংকল্প বিকশিত ভারত। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবছর বাজেটে ৪৫ লক্ষ কোটি টাকা ধার্য করেছেন, যেখানে ২০১৩-১৪ অর্থ বছরে ছিল ১৬ লক্ষ কোটি টাকা। বাজেটে ধার্য করা অর্থের পরিমাণ জানান দিচ্ছে আমাদের দেশ উন্নত হচ্ছে। তিনি বলেন ভারতবর্ষের অর্থনীতির গতির বিকাশ পৃথিবীর সব দেশকে ছাপিয়ে গেছে। বর্তমানে আমাদের বিকাশের হার ৭.২ শতাংশ, যেখানে চীনের ৫.৪ শতাংশ  এবং আমেরিকার বিকাশের হার ২.৫ শতাংশ কাজেই বর্তমান সময়ে ভারতবর্ষের অর্থনীতি কত মজবুত তা সহজেই অনুমেয়, মন্তব্য করেন নীহাররঞ্জন দাস।

তিনি বলেন, আজকের পরিকাঠামোগত যে বিকাশ তা দশ বছর আগে চোখে পড়তো না। গ্রামেগঞ্জে পাকা সড়ক-সেতু, সিসি ব্লকের রাস্তা, বড় বড় জাতীয় সড়ক হচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে জুড়তে। নীহারবাবু পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৪ সালের আগে দেশে ৯৭,০০০ কিলোমিটার জাতীয় সড়ক ছিল তার বিপরীতে ২০১৪ সালের পর আজ অবধি প্রায় ১ লক্ষ ৪৮ হাজার কিলোমিটার অর্থাৎ কেবল ৯ বছরেই প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ হয়েছে বিজেপির শাসনকালে। তিনি বলেন, নরেন্দ্র মোদির আমলে ২০২৩ সালে ১৬,০০০ কোটি টাকার অস্ত্র বিদেশে রপ্তানি করে সামরিক ক্ষেত্রেও ভারত এক শক্তিধর দেশ তার প্রমাণ দিয়েছে। এদিন নিজের বক্তব্যে নীহার বাবু বলেন এই সরকার মানুষের মৌলিক অধিকার গুলি এক এক করে পূরণ করছে। প্রধানমন্ত্রী আবাস গৃহ নির্মাণ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয়জল প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এসেছে বিজেপি সরকার, এই সরকার টিকে থাকলে দেশের বিকাশ দ্রুত ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেন নীহাররঞ্জন দাস। 

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাইন ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি কার্তিক তাঁতি, বিজেপির পশ্চিম কাটিগড়া মণ্ডল সাধারণ সম্পাদক বাবলু দাস, বিজেপি তপশিলি জাতি মোর্চার কাছাড় জিলা সামাজিক মাধ্যম কোষের আহ্বায়ক অরবিন্দু দাস সহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

Author

Spread the News