শুধু ব্যক্তিগত স্বার্থে নয়, সমাজের স্বার্থেও কাজ করার বার্তা দিয়ে শেষ হল সমাবর্তন
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : দুইদিনের আসাম বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হল। শনিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের নেতাজি মঞ্চে আয়োজিত সমাবর্তনের দ্বিতীয় তথা অন্তিম দিনে স্নাতক কলা শাখার ৩২৯৬ জনকে আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে স্নাতক স্তরের বিভিন্ন বিষয়ের প্রথম স্থানাধিকারীকে স্বর্ণপদক প্রদান করেন প্রধান অতিথি মধ্যপ্রদেশের ড. হরিসিং গৌর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা নীলিমা গুপ্তা, আচার্য অবসরপ্রাপ্ত চিফ এয়ার মার্শাল অরূপ রাহা, ও উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ।
শংসাপত্র প্রদানের পর দীক্ষান্ত ভাষণ দেন প্রধান অতিথি অধ্যাপিকা নীলিমা গুপ্তা। তিনি পড়ুয়াদের উদ্দেশে বলেন, শুধু ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা না করে বৃহত্তর সমাজের স্বার্থেও কাজ করতে হবে। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে নিজেকে প্রস্তুত রাখতে সর্বদা শেখার মানসিকতা নিয়ে যেমন চলতে হবে, তেমনি গ্রহণযোগ্যতা ও প্রাণোচ্ছলতা, দু’টোরই সমন্বয় রাখতে হবে। মনে রাখতে হবে, এই শিক্ষা শুধু নিজের উন্নয়নের জন্য নয়, সমগ্র সমাজের বিকাশের জন্য। গুরুকুলের সেই প্রাচীন ভারতীয় শিক্ষার প্রসঙ্গ টেনে তিনি মূল্যবোধের শিক্ষার ওপরও জোর দেন।
এর আগে হৃদয়গ্রাহী ও অনুপ্রেরণামূলক বক্তব্য পেশ করেন আচার্য অরূপ রাহা ও উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। দু’জনই স্নাতক উত্তীর্ণদের ভবিষ্যৎযাত্রায় অধ্যাবসায়, উদ্ভাবন ও সামাজিক কাজে মনোনিবেশ করার শলা দেন। সেইসঙ্গে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সাফল্য পেতে নিজেদের মূল্যবোধকে সতেজ রাখার পাশাপাশি নিষ্ঠা, নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের ওপরও গুরুত্ব দেন তাঁরা।
প্রসঙ্গত, শুক্রবার সমাবর্তনের প্রথম দিন বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তর পাঠ্যক্রম, পাঁচ বছরের সুসংহত পাঠ্যক্রম, বিভিন্ন বৃত্তিমূলক পাঠ্যক্রম সহ স্নাতক বিজ্ঞান ও বাণিজ্য শাখার উত্তীর্ণদের মিলিয়ে মোট ৪৪৬২ জনকে ডিগ্রি প্রদান করা হয়। দু’দিন মিলিয়ে এ বারের সমাবর্তনে মোট ৭৭৫৮ জনকে আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান করা হয়েছে। দু’দিনের এই কর্মযজ্ঞকে সফল করে তুলতে নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথের নেতৃত্বে পুরো টিম যেমন সক্রিয় ছিল, তেমনি অক্লান্ত পরিশ্রম করে সাফল্য এনে দিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায়ের টিমও। এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সব কমিটির আহ্বায়ক ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ।