এনজি স্কুল স্থানান্তর নিয়ে মতবিনিময় সভা, অধিকাংশই পক্ষে
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : সোনাই এনজি হায়ার সেকেন্ডারি স্কুল স্থানান্তর ইস্যু নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসানের উদ্দেশে সোনাই পুরসভার আহ্বানে রবিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বাজারের মাল্টিপারপাস হলে শহরের বিশিষ্ট নাগরিক সহ দু-পক্ষের জনসাধারণ নিয়ে সভা হয়। এতে মতবিনিময় অনুষ্ঠানে যুক্তিতর্কের মাধ্যমে আলোচনা হয়। আক্তার হোসেন বড়ভূইয়ার সভাপতিত্বে সভায় দু’পক্ষের মত নেওয়া হয়। এতে একাধিক বক্তা নিজের অভিমত ব্যক্ত করেন। পরে স্কুলের শিক্ষার পরিবেশ দিক বিবেচনা করে স্কুল স্থানান্তর পক্ষে বেশি মত আসে। তবে স্কুলের জায়গায় কোনও ধরনের ব্যবসায়িক মল তৈরি না করে সরকারি কার্যালয় স্থাপনে গুরুত্ব দেওয়া।
এছাড়া স্কুলের একটি উন্নতমানের ছাত্রাবাস ভবন নির্মাণের মত দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, প্রাক্তন ছাত্র ডাঃ ভবতুস রায়, হামিদুল ইসলাম লস্কর, প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার, অধ্যাপক আফসর হোসেন লস্কর, খসরু আলম চৌধুরী, ব্যবসায়ী রামেশ্বর শর্মা, আজাদ হোসেন লস্কর, নূর আহমেদ বড়ভূইয়া, আওলাদ হোসেন লস্কর, এসএম দিলোয়ার জাহান লস্কর, বিবাসিস রায়, নবেন্দু বিকাশ দাস, আশক আলি, তাহের মজুমদার, জুনুবাবু লস্কর, আনসারুল লস্কর, খিজির আহমেদ চৌধুরী, নিত্য গোপাল পরিবারের অজয় রায়, সুফিয়ান লস্কর, আফসর হোসেন চৌধুরী, রাকিব মজুমদার, মেহবুব লস্কর, বাপন রাজ বড়ভুইয়া সহ অন্যান্যরা। সভা পরিচালনা পুরসভার প্রাক্তন সদস্য রামকৃষ্ণ নাথ।
পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম জানান, স্কুল স্থানান্তর হলে এই জায়গায় সরকারি অন্য কার্যালয় গড়ে উঠবে। স্কুল নির্মাণের সঙ্গে স্কুলের হোস্টেল নির্মাণ করা হবে। তবে শপিং মল নির্মাণ মানা হবে না। এনিয়ে পুরসভা প্রস্তাব আনবে বলে জানান তিনি।
সভার সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া বলেন, সভার মতামত গ্রহণের পর অধিকাংশ বক্তা স্কুল স্থানান্তর পক্ষে মত দিয়েছেন। ৩১ জনের মধ্যে মাত্র ৭ জন বক্তা স্কুল থাকার পক্ষে কথা বলেছেন। বাকি ২৪ জন স্কুল স্থানান্তর নিয়ে মত দিয়েছেন। তাই স্কুল সরানোর সিদ্ধান্ত হয় সভায় বলে জানান তিনি।