জরুরি ভিত্তিতে ডায়ালিসিস শুরু করা হয়েছে বলে কংগ্রেসকে আশ্বস্ত অধ্যক্ষের

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডায়ালিসিস মেশিন ভাঙার ঘটনার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাক কংগ্রেস। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল শিলচর মেডিক্য়াল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্তের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দল সংঘটিত হওয়া ডায়ালিসিস মেসিন ভাঙার বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা সঠিক তদন্ত ক্রমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অধ্যক্ষ প্রতিনিধিদলকে বিহিত ব্যবস্থা ও পরিষেবা জরুরি ভিত্তিতে শুরু করা হয়েছে বলে আশ্বস্ত করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বড়খলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সহ-সভাপতি অশোক বৈদ্য, সীমান্ত ভট্টাচার্য, অমিতাভ সেন আনোয়ার আহমেদ লস্কর, সুজন দত্ত সহ অন্যান্যরা।

জরুরি ভিত্তিতে ডায়ালিসিস শুরু করা হয়েছে বলে কংগ্রেসকে আশ্বস্ত অধ্যক্ষের

এ দিন প্রতিনিধি দল বর্ষীয়ান কংগ্রেস নেত্রী তথা শিলচরের প্রাক্তন বিধায়ক বীথিকা দেবের স্বাস্থ্যের খবর নিতে শিলচর গ্রিন হিলস হাসপাতালে উপস্থিত হন। এবং তাঁর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেন। বড়জালেঙ্গা এলাকার বিশিষ্ট ব্যক্তি বাবুল রাই শিলচর জেজে এম হাসপাতালে চিকিৎসাধীন, প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়ে উনার স্বাস্থ্যের খবর নেন ও উভয়ের দ্রুত আরোগ্য লাভের কামনা করেন।

Spread the News
error: Content is protected !!