জাতীয় টিটিতে ব্রোঞ্জ অসম দলের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলো অসমের ছেলেদের দল। গুজরাটের সুরাটে আয়োজিত প্রতিযোগিতায় তারা টিটিএফআই ওয়ান টিমকে হারিয়ে সেমিফাইনালে চলে গেলেও সেখানে আর সুবিধে করতে পারল না। রেলওয়ে স্পোর্টস প্রমোশন বোর্ডের কাছে অসম দল হেরে গেল ৩-১ ম্যাচের ব্যবধানে। এই দলের ম্যানেজার ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন ইন্ডোর সচিব সঞ্জু রায়।

জাতীয় টিটিতে ব্রোঞ্জ অসম দলের
জাতীয় টিটিতে ব্রোঞ্জ অসম দলের

Author

Spread the News