জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : মাঘ বিহু উপলক্ষে, আসাম সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অধীনস্থ আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযান শ্রীভূমি শাখার উদ্যোগে গত ৯ থেকে ১১ জানুয়ারি শ্রীভূমি জেলায় অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘অসমী ভোগালী মেলা ২০২৬’। গ্রামীণ শিল্পোদ্যোগ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বার্তা নিয়ে এই মেলাটি আয়োজিত হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীভূমি জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মুন গগৈ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী আয়ুক্ত ও সার্কেল অফিসারগণ, এএসআরএলএমএর রাজ্য প্রকল্প ব্যবস্থাপক, শ্রীভূমি আরএসইটিআই-র ডিরেক্টর, জেলা প্রকল্প ব্যবস্থাপক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই আয়োজন গ্রামীণ জীবিকা শক্তিশালীকরণে প্রশাসনের দায়বদ্ধতাকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে। শ্রীভূমি জেলার সাতটি ব্লক থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) মহিলাদের দক্ষতায় তৈরি ৩২টি স্টল মেলায় স্থান পায়। এখানে হস্তচালিত তাঁত ও হস্তশিল্প, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলিসহ বিভিন্ন উপাদেয় খাদ্যের সম্ভার প্রদর্শিত হয়।
এছাড়া বিভিন্ন সরকারি বিভাগ তাদের স্টলের মাধ্যমে সরকারি প্রকল্পের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের কর্মীদের চলাচলের সুবিধার্থে ‘সখী এক্সপ্রেস’ (স্কুটি) বিতরণ করা হয়। আর্থিক স্বনির্ভরতার লক্ষে মেলা চলাকালীন ৪৫ জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে মোট ৪৩,২২,৫০০ টাকার ব্যক্তিগত ঋণ এবং ১২ জন খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোক্তাকে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ (পিএমএফএমই) প্রকল্পের অধীনে ১৭,২৭৫ টাকার ঋণ মঞ্জুরিপত্র প্রদান করা হয়। মেলা প্রাঙ্গণ মুখরিত ছিল ঐতিহ্যবাহী খেলাধুলা, দেশীয় রন্ধনশৈলী প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে। নৃত্য, নাটক এবং সংগীতের মাধ্যমে নারী ক্ষমতায়ন, নারী নিরাপত্তা এবং সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরা হয়। একটি বিশেষ ফ্যাশন শো-র মাধ্যমে শ্রীভূমি জেলার বৈচিত্র্যময় জনজাতির ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শিত হয়। পাশাপাশি, কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ-এর প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আসামের সংস্কৃতি ও সমাজজীবনে তাঁর অনবদ্য অবদানের জন্য। তিন দিনের এই মেলায় প্রায় ৮ লক্ষ টাকার সামগ্রী বিক্রয় হয়েছে, যা গ্রামীণ পরিবারগুলোর আয় বৃদ্ধিতে সরাসরি সহায়ক হবে।
সমাপ্তি অনুষ্ঠানে শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী, অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন। তিনি তাঁর বক্তব্যে গ্রামীণ উন্নয়নের প্রতি জেলা প্রশাসনের নিরলস অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। এই ‘অসমী ভোগালী মেলা’ কেবল একটি উৎসব নয়, বরং শ্রীভূমির গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার এক বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকল।



