শ্রীভূমিতে নয়া বাঁধ নির্মাণ করা হবে : মুখ্যমন্ত্রী

ত্রাণ তহবিলে ১.২৫ কোটি টাকার অনুদান জানালেন হিমন্ত

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ জুন : শ্রীভূমির বন্যার পরিস্থিতি পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার পরিদর্শনের পর প্রশাসনিক পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। জেলার বিভিন্ন ত্রাণশিবির ঘুরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। ত্রাণ ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি, তিনি ঘোষণা করেন শীঘ্রই শ্রীভূমিতে নতুন বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।

সকালে জেলার সদর এলাকায় অবস্থিত রবীন্দ্র সদন বালিকা মহাবিদ্যালয় এবং সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে খোলা ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে বন্যায় গৃহহীন মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন।

শ্রীভূমিতে নয়া বাঁধ নির্মাণ করা হবে : মুখ্যমন্ত্রী

এরপর তিনি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী পীযূষ হাজরিকা, কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়, শ্রীভূমির সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, সিদ্দেক আহমেদ ও বিজয় মালাকার, জেলা প্রশাসনের শীর্ষকর্তারা এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “শ্রীভূমির বন্যা পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। দুর্গত মানুষের পাশে আমরা আছি। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য আমরা বিশেষ পরিকল্পনা নিয়েছি।”

শ্রীভূমিতে নয়া বাঁধ নির্মাণ করা হবে : মুখ্যমন্ত্রী

তিনি আরও বলেন, নদীবাঁধ মেরামত ও নতুন বাঁধ নির্মাণের কাজ খুব দ্রুত শুরু হবে। জল নিষ্কাশন ব্যবস্থার আধুনিকীকরণ, নদীর নাব্যতা রক্ষা ও সঠিক নদী ব্যবস্থাপনার উপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সমাজের বিভিন্ন স্তর। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এদিন প্রায় ১.২৫ কোটি টাকার অনুদান জমা পড়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।

শ্রীভূমিতে নয়া বাঁধ নির্মাণ করা হবে : মুখ্যমন্ত্রী

এই সফরের মাধ্যমে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে বন্যা মোকাবিলায় যে সচেতনতা ও উদ্যোগ দেখা যাচ্ছে, তাতে আশার আলো দেখছেন স্থানীয়রা। তবে তাঁদের একটাই প্রার্থনা দ্রুত সহায়তা এবং স্থায়ী সমাধান।

Spread the News
error: Content is protected !!