কেন্দ্রীয় বাজেট : সবাই উপকৃত হবেন বলল কাছাড় জেলা বিজেপি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : সমাজের সব শ্রেণির লোকের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় বাজেট -২০২৫। গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে ইউনিয়ন বাজেট পেশ করেছেন তা সমাজের সব শ্রেণির লোকেদের অর্থনৈতিক স্বস্তি প্রদান করবে। এছাড়া সবাই অবগত যে আয়করে ১২ লক্ষ টাকা রেহাই দেওয়ার ফলে মধ্যবিত্ত পরিবারের লোকেরা বিশেষ ভাবে উপকৃত হবেন। সোমবার শিলচরে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপি জেলা সভাপতি রূপম সাহা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বাজেটের সুফল সম্পর্কে জনগণের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই আজকের সাংবাদিক সম্মেলন। 

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বাজেটের পর্যালোচনা করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়, অধ্যাপক চন্দন দে । তাঁরা বাজেট ২০২৫-র বিভিন্ন দিক তুলে ধরেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ওই বাজেটকে প্র-পিপলস বাজেট বলে উল্লেখ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য।  সাংসদ শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত  উদ্যোগের মাধ্যমে ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষের মধ্যে ভারতকে একটি উন্নত শক্তিশালী জাতি  হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। আর এই লক্ষ্যেই বাজেটে শিশুদের পুতুল তৈরি থেকে স্পেস পর্যন্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যবিত্তদের জন্য কর ছাড় দেওয়া হয়েছে। এই বাজেটের কৃষি ,অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, উদ্যোগ, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে যেসব প্রকল্প নেওয়া হয়েছে,তা থেকে সমাজের সবাই উপকৃত হবেন।

এদিন সাংবাদিক বৈঠকে প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায় বলেন, কেন্দ্রীয় কৃষিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষিজীবীদের একত্রে নিয়ে এসে কীভাবে জিডিপি প্রবৃদ্ধি করা যায় তার জন্য কৃষিজীবীদের ডাটা সংগ্রহ সহ বিভিন্ন ফলপ্রসূ প্রকল্প নেওয়া হয়েছে। এরমধ্যে প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা- ডেভেলপিং এগ্রি ডিস্ট্রিক্টস প্রোগ্রাম।রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কম উৎপাদনশীলতা, মাঝারি মাপের ফসল মাত্রা এবং ঋণ মাপকাঠির গড় হারের নীচে থাকা ১০০টি জেলায় এই কর্মসূচি চালু করা হবে। অধ্যাপক চন্দন দে বলেন, এবারের কেন্দ্রীয় বাজেট ঐতিহাসিক। বিশ্বের মধ্যে ভারতকে তৃতীয় অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে এই বাজেট পেশ করা হয়েছে। যুব সমাজের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য।

কেন্দ্রীয় বাজেট : সবাই উপকৃত হবেন বলল কাছাড় জেলা বিজেপি
কেন্দ্রীয় বাজেট : সবাই উপকৃত হবেন বলল কাছাড় জেলা বিজেপি

Author

Spread the News