ভোট বয়কটের ডাক ঘাড়মুড়া বাঘছড়া জিপির জনগণের

ভোট বয়কটের ডাক ঘাড়মুড়া বাঘছড়া জিপির জনগণের

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : নির্বাচনের মুখে ভোট বয়কটের ডাক ঘাড়মুড়া বাঘছড়া জিপির জনগণের। প্রতিশ্রুতি দিয়ে আর ভোট নয়, বাস্তবে উন্নয়ন চাই দাবি জনগণের।
কাটলিছড়া কেন্দ্রের ঘাড়মুরা বাঘছড়া জিপির ধলেশ্বরী নদীর পশ্চিম দিকের বাঘছড়া এলাকার জনগণ সব ধরণের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল, বিদ্যুৎ এসব মৌলিক অধিকার থেকে বঞ্চিত এলাকাবাসী। ভোট আসে ভোট যায়, বদলায় না তাদের ভাগ্য। নির্বাচনের সময় শুধু ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার হন। তাই এবার আর নয় প্রতিশ্রুতি, বাস্তবে উন্নয়ণ না হলে সোজা ভোট বয়কটের ডাক এলাকার সচেতন ভোটারদের। নির্বাচনের মুখে এমন গুরুতর অভিযোগ এনে ভোট বয়কটের ডাক দিয়েছেন দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত এলাকার জনগণরা। ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত বাঘছড়া, কপলআলা, গুদগুতি, অর্জনফা, রায়ফল মারা, বালিনালা এসব  পাহাড়ী এলাকার ভোটাররা একত্রিত হয়ে অসম সরকার হায় হায়, কৃপানাথ মাল্লা হায় হায় হিমন্ত বিশ্বশর্মা হায় হায় স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন। উন্নয়ন বঞ্চিত এলাকার জনগণ অসম সরকার ও কৃপানাথ মাল্লার বিরুদ্ধে শ্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেন।

২৭৮ নং বুথ সভাপতি জগদিশ দাস ও স্থানীয় এলাকার একনিষ্ঠ বিজেপি কর্মী সপন দেব তাঁদের এলাকার দুর্দশার কথা তুলে ধরেন। এলাকাবাসীদের অভিযোগ অসম সরকার তাঁদের সম্পূর্ণ উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছে। প্রতিবার ভোট এলে তাঁদের এলাকায় গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন নেতা মন্ত্রীরা। কিন্তু ভোটের পরে তাঁদের টিকির নাগাল পাওয়া যায় না।

ভোট বয়কটের ডাক ঘাড়মুড়া বাঘছড়া জিপির জনগণের

এলাকাবাসীর পক্ষে বিশিষ্ট সমাজকর্মী পূর্ব জয় রিয়াং জানান, তাঁদের এলাকায় মোট ১২টি গ্ৰাম। ১২টি গ্রাম মিলিয়ে মোট ভোট ১৫ হাজারেরও অধিক ভোটার রয়েছেন। তাদের দীর্ঘদিনের দাবির মধ্যে ছিল সর্বপ্রথম ধলেশ্বরী উপরে একাটি পাকা সেতু। রামনাথপুর থেকে ধলেশ্বরী নদীর ঘাট পর্যন্ত একটি মাটির রাস্তা রয়েছে যা পাকাকরণ করা। এলাকায় ১৫ হাজারেরও বেশি ভোটার থাকার সত্বেও এলাকায় নেই কোনো সরকারি স্কুল, নেই কোনো সাব সেন্টার, নেই কোনো বিদুৎ এর ব্যবস্থা, জল জীবন মিশন প্রকল্প থেকেও বঞ্চিত। ভোট আসলে অনেক নেতারা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে গেলেও এরপর আর তাদের হদিস মেলে না। তাঁদের উন্নয়নে যদি সরকার এগিয়ে না আসে তাহলে তারা ভোট বয়কট করবে বলে জানায়, কোনো দলকেই ভোট দেবে না এই অভিযোগ তাদের। তাঁদের এলাকার উন্নয়নে যে দল এগিয়ে আসবে তা পূরণ করে দেবে  সেই দলকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানান।

Author

Spread the News