সাংস্কৃতিক মহাসভা আসাম এর কাছাড় জেলা কমিটি গঠিত
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : বৃহস্পতিবার সাংস্কৃতিক মহাসভা আসাম কাছাড় জেলা আহ্বায়ক কমিটির আহ্বানে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে কাছাড় জেলা কমিটি গঠনের উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়। পৌরহিত্য করেন কমিটির আহ্বায়ক রসরাজ দাস।
এদিনের সভায় সর্বসম্মতিক্রমে রসরাজ দাসকে সভাপতি মনোনীত করে একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে পাঁচ জনকে উপ-সভাপতি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, এরা হলেন- পিনাকপাণি নাথ, মনোরঞ্জন মালাকার, গকুল দত্ত, বিজয় তাঁতি ও শুক্কুর আলী মজুমদার। সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন সুব্রত পাল, সহ সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে প্রজ্ঞা নাথকে। নবগঠিত কমিটির প্রচার সম্পাদক হিসাবে কমলেশ দাশ ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে ভাস্কর দাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে সহ-সম্পাদক পদে অনিমেষ দেব, কোষাধ্যক্ষ হিসাবে উজ্জ্বলকান্তি দাস লস্কর সহ কমিটিতে দুই জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন, এরা হলেন কার্তিক রায় ও প্রদীপ চক্রবর্তী। তাছাড়া কার্যকরী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন যথাক্রমে গৌতম সিনহা, বাসু শব্দকর, অঙ্কিতা ভট্টাচার্য, তনুশ্রী দেব, তন্দ্রা রায়, কুসুম কলিতা, কুন্তল বর্মণ, অমল সিং ও অলকা দেব। এদিনের সভায় উপস্থিত বিভিন্ন বক্তারা বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সর্বাবস্থায় সাংস্কৃতিক সম্মন্বয় অটুট রাখার পক্ষে মত প্রকাশ করেন।