মরিয়ানির সীমান্তে গোলাগুলি, আতঙ্ক
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : অসম- নাগাল্যান্ডের মরিয়ানির সীমান্তে উত্তেজনা। গোলাগুলির ফলে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, গাভরু পাহাড়ে ছোঁড়া নাগা বুলেট সীমান্তবর্তী এলাকার মানুষকে আতঙ্কিত করে।
শুক্রবার সকালে জীতেন গগৈ নামে এক ছোট চা চাষীর বাগানে একটি গুলি ছোঁড়া হয়। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে।

