জগন্নাথ সিং কলেজে হিন্দি ভাষা নিয়ে কর্মসংস্থান সচেতনতা সভা
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : উধারবন্দ জগন্নাথ সিং কলেজের হিন্দি বিভাগ এবং আইকিউএসি শাখা, গুয়াহাটির শব্দভারতী (হিন্দি সংস্থান কেন্দ্র)-এর সহযোগিতায়, বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে “ছাত্রদের জন্য হিন্দি নিয়ে কর্মসংস্থান সচেতনতা কর্মসূচি” আয়োজন করে। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ছাত্রদের হিন্দি ভাষার ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রয়োজনমূলক ভাষায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সুযোগ বৃদ্ধির বিষয়ে মূল্যবান ধারণা প্রদান করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিদ এবং হিন্দি ভাষার বিশেষজ্ঞ ড. মোহন কৈরালা এবং শব্দভারতীর সম্পাদক কালীচরণ বাসফর। ড. কৈরালা এবং বাসফর তাঁদের বক্তব্যে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে প্রয়োজনমূলক হিন্দির ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরেন। তাঁরা যোগাযোগ, বিষয়বস্তু তৈরি, অনুবাদ, সাংবাদিকতা এবং সরকারি পরিষেবায় হিন্দির ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।

তাঁরা ছাত্রদের উদ্দেশ্যে হিন্দির প্রয়োজনমূলক দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন, যা বিভিন্ন ক্ষেত্রের চাকরির সুযোগ উন্মুক্ত করতে সাহায্য করে। তাঁরা হিন্দি দক্ষতার মাধ্যমে অনুবাদ, বিষয়বস্তু রচনা, মিডিয়া, শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্রে সম্ভাবনাময় পেশার কথা উল্লেখ করেন। তাঁরা হিন্দি সম্পর্কিত প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সার্টিফিকেশন কোর্সের প্রস্তুতির প্রয়োজনীয়তার উপরও জোর দেন, যা সংশ্লিষ্ট চাকরি পাওয়ার সম্ভাবনাকে বাড়াতে পারে।
কর্মসূচিতে অ্যাকাডেমিয়া এবং শিল্পের মধ্যে যুগসূত্রের উপরও জোর দেওয়া হয়। ছাত্রদের ইন্টার্নশিপ, অনলাইন কোর্স এবং হিন্দিতে প্রয়োজনমূলক প্রশিক্ষণের মাধ্যমে ভাষাগত দক্ষতা এবং কর্মসংস্থান যোগ্যতা উন্নত করার জন্য উৎসাহ দেওয়া হয়।

অনুষ্ঠানে ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং হিন্দি ভাষা ক্ষেত্রে কর্মজীবনের সুযোগ সম্পর্কে পরামর্শ চান। এটি আধুনিক চাকরির বাজারে হিন্দির কর্মজীবন সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ ড. এস. সমরেন্দ্র সিংহ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং উদ্দেশ্য ব্যক্ত করে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ড. মিনহাজ উদ্দিন বড়ভূইয়া। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন হিন্দি বিভাগের প্রধান ড. সন্তোষকুমার চতুর্বেদী। ধন্যবাদ জ্ঞাপন করেন হিন্দি বিভাগের সহকারী অধ্যাপক ড. দিলীপ কুমার ঠাকুর।
কলেজ কর্তৃপক্ষ শব্দভারতীর প্রতি এই অনুষ্ঠানের আয়োজনে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আশা প্রকাশ করেছে।