দ্বিতীয়বার ভেঙে পড়ল নির্মীয়মান সেতু

১৯ জুলাই : নির্মীয়মান সেতু দ্বিতীয়বার ভেঙে পড়ল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে। দু’বছরের মধ্যে দ্বিতীয় বারের ঘটনা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে

১১০ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ করা হচ্ছিল ৬৫ কোটি টাকা খরচ করে। সেতুটি নির্মাণ করছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) এবং আরসিসি ইনফ্রাভেঞ্চার্স লিমিটেডের যৌথ উদ্যোগে।

কিন্তু কী কারণে সেতুটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। নির্মাণকাজে ত্রুটি ছিল, না কি নির্মাণ সামগ্রীতে কোনও গলদ, তা খতিয়ে দেখা হচ্ছে বলে নির্মাণ সংস্থাগুলি জানিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে এই সেতুটিই নির্মাণ চালাকালীন ভেঙে পড়েছিল। সেই ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছিলেন আরও আট জন। স্থানীয় সূত্রে খবর, মৃত দুই শ্রমিক ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। নির্মাণকাজ চলাকালীন সেতুর লোহার কাঠামো আচমকাই ভেঙে পড়ে সেই কাঠামোর নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন শ্রমিক। তবে এ বারের ঘটনায় কারও মত্যু হয়নি বা কেউ আহত হননি বলে জানা গিয়েছে।

Author

Spread the News