১৬ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হচ্ছে শিলচরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : সোমবার থেকে শিলচরে আরও একটি বইমেলা শুরু হচ্ছে। এই আসর বসবে শিলচর ডিএসএ-র প্রাঙ্গণে। শনিবার সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির সভাপতি হিমাশীষ ভট্টাচার্য, রূপম নন্দী পুরকায়স্থ, শতদল আচার্য,  অনিরুদ্ধ কংস বণিক, আইনজীবী তুহিনা শর্মা, নারায়ণ চৌধুরী, সুজয়া ভট্টাচার্য, দীপঙ্কর ঘোষরা জানান, দ্বিতীয়বারের মতো ওই আয়োজন। মেলায় দেশের নামজাদা প্রকাশকদের সমাগম ঘটবে। ১৬ ডিসেম্বর বিকেল চারটায় মেলার উদ্বোধন করবেন ভারত সেবাশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ গুণসিন্ধুজি মহারাজ। চলবে ২৫ ডিসেম্বর অবধি।

তাঁরা বলেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রখ্যাত প্রকাশকরা সাড়া দিয়েছেন। তাছাড়াও ত্রিপুরা সহ অন্যান্য স্থানের প্রকাশকরা আসছেন। থাকবে প্রায় ত্রিশটি স্টল। পাশাপাশি প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক মুক্ত মঞ্চে তরুণ প্রজন্মের নানা অনুষ্ঠান, কবিতা ও আলোচনা আসর আয়োজিত হবে। মেলা সার্থক করে তুলতে সবার উপস্থিতি কামনা করেন।

১৬ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হচ্ছে শিলচরে
Spread the News
error: Content is protected !!