জালুকবাড়ির সদিলাপুরে লাশ উদ্ধার
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : গুয়াহাটি মহনগরীতে অজ্ঞাত পরিচয় এক লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার জালুকবাড়ির সদিলাপুরে একটি অর্ধপচা লাশ পাওয়া গেছে। ব্রহ্মপুত্র নদের কাছে লাশটি পাওয়া গেছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।