দুর্ঘটনায় খোঁজে না পাওয়া যুবকের লাশ উদ্ধার সকালে, বরখাস্ত পুলিশ কর্তা

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : রবিবার রাতে তিতাবর চুঙ্গী কাকডোঙ্গায় সংঘটিত হওয়া সড়ক দুর্ঘটনায় পুলিশের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতায় এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, গণেশ পুজো দেখতে তিন যুবক ওয়াগনার গাড়ি নিয়ে বের হয়। রাস্তায় দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা জালুকনিবাড়ি পুলিশে খবর দেন। পুলিশ এসে  আহতদের যোরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু অন্য যুবক রাস্তার ধারে পড়ে ছিল মানুষের অজান্তে। এ দিকে, তিতাবর পুলিশে খবর দিলে দেড় ঘণ্টা পর পৌঁছে পুলিশ।

অন্য যুবকের খোঁজ না পাওয়া যুবকের লাশ সকালে উদ্ধার হয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন বাসিন্দারা। জালুকনিবাড়ি পুলিশের এমন গাফিলতির জন্য সোমবার সকালে শতাধিক লোক সড়ক অবরোধ করে উত্তাল করে তুলেন। জানা যায়, উদ্ধার হওয়া যুবকের নাম রাজারাম ভূমিজ। পরিস্থিতি অধিক উত্তপ্ত হওয়ার আশঙ্কায় তিতাবর পুলিশ ও ম্যাজেস্ট্রেট উপস্থিত হন।

এ দিকে, রাতে জালুকনিবাড়ি পুলিশের দল মদ্যপ থাকার জন্য যুবকের করুণ মৃত্যু ঘটে বলে অভিযোগ তুলেন স্থানীয়রা। কর্তব্যে গাফিলতি করার জন্য জালুকনিবাড়ি ফাঁড়ির ইনচার্জ চন্দ্র নেওয়গকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ছবি সৌজন্যে অসমিয়া প্রতিদিন।

দুর্ঘটনায় খোঁজে না পাওয়া যুবকের লাশ উদ্ধার সকালে, বরখাস্ত পুলিশ কর্তা
দুর্ঘটনায় খোঁজে না পাওয়া যুবকের লাশ উদ্ধার সকালে, বরখাস্ত পুলিশ কর্তা
Spread the News
error: Content is protected !!