নিখোঁজ যুবতীর লাশ উদ্ধার, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : ছয়দিন ধরে নিখোঁজ যোরহাটের টিয়কের যুবতী মধুস্মিতা বরুয়ার (২৪) মৃতদেহ উদ্ধার হল। লেপেটাকটা থানা অধীন কোতোয়া আলিয়াচুকের চেঁচা নদীতে লাশটি পাওয়া যায়। গত ৩ নভেম্বর বরবরুয়া থেকে নিখোঁজ হয়ে ছিলেন তিনি। ঘটনার পর পঙ্কজ গগৈ নামে এক যুবককে বরবরুয়া পুলিশ গ্রেফতার করেছিল এবং তাকে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, মধুস্মিতা বরুয়া লেপেটকটা ঘুরানিয়ায় বোনের সঙ্গে থাকতেন এবং একটি কোম্পানিতে কাজ করতেন। পঙ্কজ নামে টিয়করের এক যুবক মধুস্মিতাকে মরাণ অয়েলে কাজ করার জন্য মিথ্যা প্রলোভন দিয়েছিল। মধুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ছিল। ওই দিন মরাণ চুকাফানগরে উদ্দেশ্যে একটি ট্রেভেলারস তুলে দেওয়ার পর থেকে নিখোঁজ হয়ে ছিল।
শনিবার সকালে স্থানীয়রা চেঁচা নদীতে একটি যুবতীর লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ ম্যাজেস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।