গুপ্ত ট্রফি : ফাইনালের লক্ষ্যে নামবে মহামেডান আজ
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : ফাইনালের লক্ষ্যে শনিবার ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফিতে খেলতে নামছে কলকাতার ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাব। আগের ম্যাচে মণিপুরের সেনাপতি এফসিকে হারিয়ে অনেকটাই সুবিধাজনক অবস্থায় রয়েছে মহামেডান। শনিবার আইজল এফসি-র বিপক্ষে ম্যাচ ড্র থাকলেও ফাইনাল খেলার টিকিট হাতে পেয়ে যাবে সাদা-কালো শিবির। আবার কম মার্জিনে হারলেও ফাইনালে যাওয়া আটকাবে না। তবে আইজল এফসিকে কোনও ভাবেই ছাড়তে চাইবেন না মহামেডানের হেড কোচ হাকিম।
ম্যানেজার বিলাল আহমদ খান বলেছেন, ‘ছেলেরা স্বাভাবিক খেলাই খেলবে। তবে আইজল এফসি ভালো দল, আমরা চাইব তাদের সুযোগ করে না দিতে। তাছাড়া শিলচরে আমাদের প্রচুর সমর্থক রয়েছেন, তারাও মনোবল বাড়াতে সাহায্য করবেন। গ্যালারিতে ব্যানার উড়বে। যাতে স্লোগান লেখা থাকবে জান জান মহামেডান, দিল দিল মহামেডান। ‘তারুণ্যে ভরা মহামেডানের দল উজ্জীবিত করতে ডাগআউটে থাকবেন প্রাক্তন ঘানিয়ান ফুটবলার তথা কোচ সুলে মুসা।
এদিকে, আইজল এফসি-র প্রত্যেক খেলোয়াড়ই যথেষ্ট সম্ভাবনাময়। দিন ভালো থাকলে তারাও দেশের যেকোনও দলকেই আটকে দেওয়ার ক্ষমতা রাখে।