খেলতে খেলতে নদীতে পড়ে গেল আড়াই বছরের শিশু, উদ্ধার লাশ
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১ মে : নদীতে তলিয়ে যাওয়া আড়াই বছরের শিশুকন্যা ঋতিকা শুক্লবৈদ্যের নিথর দেহ উদ্ধার হল। বুধবার দুপুরে ঋতিকার দেহ জিরিঘাট বাজার সংলগ্ন জিরি নদী থেকে উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, জিরিঘাট থানা এলাকার দিঘলি গ্রামের রাজু শুক্লবৈদ্যের কন্যা শিশু ঋতিকা শুক্লবৈদ্য বাড়ির সামনে খেলতে খেলতে পা পিছলে নদীতে পড়ে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। কিছুক্ষণ পর রাজু শুক্লবৈদ্য নদীর কিনারে মেয়ের ব্যবহৃত একটি স্যান্ডেল দেখতে পান। তখন থেকেই ধারণা করা হয় যে শিশুটি নদীতে তলিয়ে গেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিরিঘাট পুলিশকে, জিরিঘাট পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে শিশুটির সন্ধানে নেমে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না পেয়ে খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এসডি আরএফ বাহিনী নদীতে অনুসন্ধান চালিয়ে বিফল হয়।
বুধবার আবারও সকাল থেকে এসডিআরএফ বাহিনী জিরি নদীতে অনুসন্ধান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার নিচের দিকে জিরিঘাট বাজার সংলগ্ন নদীর ঘাটে শিশু কন্যাটির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। শিশুর মৃতদেহ উদ্ধারের পর জিরিঘাট পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।