গুয়াহাটিতে রাজগড়ে ড্রেন থেকে উদ্ধার শিশুর দেহ, ধারনা অবিনাশের

বরাক তরঙ্গ, ৭ জুলাই : গুয়াহাটির রাজগড়ে এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহটি অবিনাশ সরকারের বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে জ্যোতিনগরে নর্দমায় পড়ে নিখোঁজ হন অবিনাশ সরকার।

এসডিআরএফ এবং এনডিআরএফ দল অবিনাশ সরকারকে খুঁজছিল। আজ সকালে অভিযান শুরু হয়। রাজগড়ে একটি নর্দমায় শিশুটির লাশ পাওয়া গেছে।

লাশটি ৭/৮ বছরের এক শিশুর বলে শনাক্ত করা হয়েছে। নিহতের বাবা ও মা এখনো লাশ শনাক্ত করতে না পারলেও পরিবারের কয়েকজন সদস্য এটি তার বলে দাবি করেছেন।

রাজগড় থেকে মৃতদেহ উদ্ধার করে জিএমসিএইচে পাঠানো হয়েছে। মৃতদেহ জিএমসিএইচে আছে কি না তা পরিবার নিশ্চিত করবে। তবে অবিনাশের লাশ না হলে উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গুয়াহাটির জ্যোতিনগর এলাকায় রাস্তার পাশের ড্রেনের জলে আট বছরের একটি শিশু মর্মান্তিকভাবে ভেসে গেছে। এ দিন রাতে প্রবল বৃষ্টির মধ্যে ৮ বছর বয়সী অবিলাশ সরকার সহ তার বাবা এবং অন্য একজনের সঙ্গে একটি স্কুটি বাড়ি ফিরছিল। হঠাৎ পিচ্ছিল রাস্তার কারণে স্কুটি ছিটকে পড়ে এবং মাঝখানে বসা ছোট ছেলেটি ড্রেনে পড়ে যায়। চোখের পলকে, ড্রেনের প্রবল স্রোত তাকে বয়ে নিয়ে যায়। অভিলাশ সরকার নুনমাটির ভাওয়ানিপুরের বাসিন্দা।

Author

Spread the News