হাইলাকান্দি রোটারি ক্লাবের বোর্ড দায়িত্ব ভার সমঝে নিল, উন্মোচিত ‘সংকল্প’

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : আন্তর্জাতিক রোটারি ক্লাবের প্রথা অনুযায়ী জুলাই মাস থেকেই শুরু হয় নতুন রোটারি বর্ষ। আর এই মাসেই নতুন সভাপতি ও সম্পাদক আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার সমঝে নেন। আর এমর্মে গত রবিবার সন্ধ্যায় হাইলাকান্দি রোটারি ক্লাব প্রাঙ্গণে জোন ১৫ এর আ্যসিটেন্ট গভর্নর ডা০ অরুনাভ চৌধুরীর উপস্থিতিতে ক্লাবের কুড়ি তম সভাপতি হিসেবে বিভাভূষণ চক্রবর্তী ও সম্পাদক হিসেবে ইন্দ্রনীল চক্রবর্তী দায়িত্ব ভার সমঝে নেন।

এদিন বিদায়ী সভাপতি বিজয়িনী ভট্টাচার্যের অনুপস্থিতিতে উপসভাপতি ডা০ মানব নাথের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে ক্লাবের চাটার্ড সমঝে নেন বিভাভূষণ চক্রবর্তী। এছাড়াও বিদায়ী সম্পাদক লুৎফর রহমান বড়ভূইয়ার অনুপস্থিতিতে ইনস্টলেশন অফিসার প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী কলার পরিয়ে দেন ইন্দ্রনীল চক্রবর্তী কে।

হাইলাকান্দি রোটারি ক্লাবের বোর্ড দায়িত্ব ভার সমঝে নিল, উন্মোচিত 'সংকল্প'

অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ইনস্টলেশন চেয়ারম্যান প্রাক্তন সভাপতি সমীরণ পাল। তিনি প্রাথমিক বক্তব্য তে সবাইকে স্বাগত জানান। এছাড়াও বিগত বছরের কিছু কাজের তথ্য তুলে ধরে  স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত বিদায়ী সভাপতি ডা০ মানব নাথ। গতবছরের কাজের বিশেষ কিছু প্রকল্প সম্পর্কে সবাইকে অবগত করেন সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী। ক্লাবের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন আ্যসিটেন্ট গভর্নর হরকিশোর চন্দের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইনস্টলেশন অফিসার তথা প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী বলেন, হাইলাকান্দি জেলার মত এক প্রত্যন্ত অঞ্চলে আন্তর্জাতিক এই ক্লাবের প্রথা অনুযায়ী কাজ করা ভীষণ কষ্টের কিন্তু তারপর ও বিগত কুড়ি বছর ধরে সেবামূলক কাজ করে যাচ্ছে হাইলাকান্দি রোটারি পরিবার।

হাইলাকান্দি রোটারি ক্লাবের বোর্ড দায়িত্ব ভার সমঝে নিল, উন্মোচিত 'সংকল্প'

এদিন ক্লাবের বার্ষিক মুখপত্র ‘সংকল্প’ এর আনুষ্ঠানিক উন্মোচন করেন মুখ্য অতিথি ডা০ অরুনাভ চৌধুরী সহ অন্যান্যরা। ক্লাবের নতুন সভাপতি বিভাভূষণ চক্রবর্তী বলেন সভাপতির দায়িত্ব নেওয়া এক বড় গুরু দায়িত্ব। তবে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে জনগণের জন্য সেবামূলক কাজ করা সম্ভব। এজন্য সবার সহযোগিতা কামনা করেন।  তারপর তিনি ২০২৪-২৫ সালের জন্য নতুন বোর্ড সদস্য দের নাম ঘোষণা করেন। এতে আইপিপি তথা লিটেরেসি চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিজয়িনী ভট্টাচার্য, উপসভাপতি ত্রিদীবেশ চক্রবর্তী, সম্পাদক এবং এডিটর  ইন্দ্রনীল চক্রবর্তী, সহ সম্পাদক ও ক্লাব সার্জেন্ট  কে মণিন্দ্র সিংহ,  কোষাধ্যক্ষ লুৎফর রহমান বড়ভূইয়া, পি আরও কামাল হোসেন চৌধুরী, ক্লাব ট্রেনর প্রীতিকনা পাল, সার্ভিস প্রজেক্ট ডিরেক্টর হরকিশোর চন্দ, পাব্লিক ইমেজ ও ইয়ুথ সার্ভিস ডিরেক্টর শংকর চৌধুরী, ক্লাব এডমিনিস্ট্রেশন ডিরেক্টর অরূপ হালদার, ভকেশনাল সার্ভিস ডিরেক্টর অসিত কুমার পাল, টিআরএফ ও মেম্বারশিপ চেয়ারম্যান সমীরণ পাল, সিএসআর কানাইয়া সারদা, হেল্থ কিউরেটিব ডা০ মানব নাথ, হেল্থ প্রিভেনশন পিনাক কান্তি চক্রবর্তী, ওয়াটার এণ্ড সেনিটেশন ডা০ কৃপাময় নাথ, এনভায়রনমেন্ট ও ইন্টারন্যাশনাল ডিরেক্টর  সন্দীপন ধর বোর্ডে রয়েছেন।

হাইলাকান্দি রোটারি ক্লাবের বোর্ড দায়িত্ব ভার সমঝে নিল, উন্মোচিত 'সংকল্প'

মুখ্য অতিথি তথা হাইলাকান্দি জেলার প্রাক্তন স্বাস্থ্য বিভাগের অবসর প্রাপ্ত যুগ্ম সঞ্চালক তথা বর্তমান আ্যসিটেন্ট গভর্নর ডা০ অরুনাভ চৌধুরীর বক্তব্য রোটারির বর্তমান প্রেক্ষাপটে কিধরনের কার্যসূচী চলছে এর একটা আভাস পাওয়া যায়।পাশাপাশি তিনি বরাক উপত্যকার প্রতিটি ক্লাবে ভাল কাজ হচ্ছে বলে তিনি হাইলাকান্দি ক্লাবের কাজ গুলো আরও বেশীকরে জনসমক্ষে নিয়ে আসতে পরামর্শ দেন।পাশাপাশি নিয়মিত রোটারি ফাউন্ডেশনে আর্থিক অনুদান প্রদান করতে সবাইকে উৎসাহিত করেন।

হাইলাকান্দি রোটারি ক্লাবের বোর্ড দায়িত্ব ভার সমঝে নিল, উন্মোচিত 'সংকল্প'

পরবর্তীতে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বরাক উপত্যকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী মঞ্জুশ্রী দাস, বিধান লস্করের পাশাপাশি শংকর চৌধুরী, ডা০ অমিত কালোয়ার বিভিন্ন স্বাদের সঙ্গীত পরিবেশন করেন।তাছাড়া ক্লাবের কুড়ি বছর উপলক্ষে ২০ টি আকাশ প্রদীপ প্রজ্বলন করা হয় বাজি পটকা ও পুড়ানো হয়।এতে বরাক উপত্যকার তিনজেলার বিভিন্ন রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে আনন্দ উৎসবে সামিল হন এবং নতুন বোর্ড কে অভিনন্দন জানান। স্থানীয় রোটারেক্ট ও ইনার হুইল ক্লাবের সদস্যরা ও উপস্থিত ছিলেন।

হাইলাকান্দি রোটারি ক্লাবের বোর্ড দায়িত্ব ভার সমঝে নিল, উন্মোচিত 'সংকল্প'

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে নতুন বর্ষ শুরু হয় তবে আনুষ্ঠানিক ভাবে নতুন বোর্ড দায়িত্ব ভার গ্রহণ করে রবিবার।

Author

Spread the News