রান্নাঘরের মাটির নিচ থেকে উদ্ধার সিগারেট, গ্রেফতার তিন চোর
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : উধারবন্দ নতুন দয়াপুরে দোকান থেকে সিগারেট চুরি করে পুলিশের জালে দুই চোর। চোরের রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা সিগারেটের প্যাকেট উদ্ধার করল পুলিশ। সোমবার উধারবন্দ থানায় কয়েকটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, জেসি গার্লস কলেজ রোডের কাছে ২টি বাড়িতে চুরি এবং আরও ২টি বাড়িতে চেষ্টার ঘটনা ঘটেছে। এ বিষয়ে সন্ধ্যায় একটি বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তিন চোরকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল সাদ্দাম হোসেন লস্কর (২৮), বাবু উদ্দিন লস্কর (৩২) ও রাজ দে (২৫)। তার ঘর শিলচর অসমিয়া বস্তিতে। বাবু ও সাদ্দামের ঘর নতুন দয়াপুরে।
তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, একত্রিশ প্যাকেট গোল্ড ফ্লেক সিগারেট ও একটি ছাগল উদ্ধার করে পুলিশ। সিগারেট গুলো রান্নাঘরে চুলার নিচে পুঁতে রাখা ছিল। এ দিনই অভিযুক্তদের আদালতে পাঠানো হয়।