সোনাই ও ধলাইয়ে আশ্রয় নেওয়া মণিপুরিদের খোঁজ নিল বিজেপি সংখ্যালঘু মোর্চা

বরাক তরঙ্গ, ১৪ মে : মণিপুরে জাতি দাঙ্গার ফলে ধলাই ও সোনাইয়ে আশ্রয় নেওয়া মণিপুরি লোকদের পাশে দাঁড়ালো বিজেপির সংখ্যালঘু মোর্চা। শনিবার সোনাই বনতারাপুরের বরাক মিউজিয়াম ও গঙ্গানগরের সেন্ট ক্যাথারিনে আশ্রয় নেওয়া মণিপুরিদের খোঁজখবর নিয়ে কথাবার্তা বলেন প্রদেশ বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাউর রহমান লস্কর ও সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের শিলচর সাব ডিভিশনের চেয়ারম্যান রেহান লস্কর।

বনতারাপুরে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বরাক মিউজিয়ামের প্রতিষ্ঠাতা তথা অসম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক রাজমনি সিনহা। বিজেপি সংখ্যালঘু নেতা আতাউর রহমান জানান, পার্শ্ববর্তী রাজ্যে ভয়ঙ্কর পরিবেশ থাকায় কাছাড়ে অনেক লোক আশ্রয় নিয়েছেন। শরণার্থীদের সাহায্য ও সহযোগিতা করতে তার দল রয়েছে সবসময়। মণিপুরে শান্তি সম্প্রীতি ফিরে আসুক এই কামনা করেন আতাউরবাবু। 
    

এদিকে, হাইলাকান্দির মৈতি খুনাই কান্না লুপ সংগঠনের সদস্যরাও আশ্রিত মণিপুরিদের মধ্যে এদিন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News