সোনাইয়ে টিপারের ধাক্কায় হত বাইক চালক, উত্তেজনা
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২২ মে : টিপারের ধাক্কায় মৃত্যু ঘটল এক বাইক চালকের। এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সোনাইর নতুন রামনগরে। জানা গেছে, বাইক চালক রামনগর তৃতীয় খণ্ডের রঞ্জিত রবিদাস (৩৫) বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে বাজারে আসার সময় পেছন দিক থেকে মাটি বোঝাই দ্রুতগামী টিপার তার বাইকে সজোরে ধাক্কা মারে। বাইক চালক টিপারের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। এরপর উত্তেজিত জনতা মৃতদেহ সড়কে রেখে তিন ঘণ্টা অবরোধ গড়ে তুলেন।
খবর পেয়ে সোনাই পুলিশ সরেজমিনে উপস্থিত হয়ে সড়ক অবরোধমুক্ত করার চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হন। এরপর সদর ওসি, ধলাই থানার ওসি ঘটনাস্থলে পৌছান। স্থানীয় জনতা মৃতের ক্ষতিপূরন দাবি করে সড়ক অবরোধ করেন। উত্তেজনা দেখে শিলচর থেকে বিশাল আধাসামরিক বাহিনী নিয়ে ছুটে আসেন ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার। তিনি ও স্থানীয় জনতাকে বোঝাতে ব্যর্থ হন। পরে সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে শান্ত করে সড়ক অবরোধ মুক্ত করেন। মৃতদেহ সহ ঘাতক গাড়ি সোনাই থানায় নিয়ে আসে পুলিশ। এরপর সোনাই পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।