বড়সড় ধাক্কা আপ শিবিরে, ইস্তফা পরিবহণ মন্ত্রী গেহলটের
১৭ নভেম্বর : বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা আপ শিবিরে। রবিবার হঠাৎই চিঠি লিখে দল থেকে ইস্তফা দিলেন দিল্লির পরিবহণ মন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা কৈলাশ গেহলট। পার্টির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী আতিশিকে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন গেহলট।
সেখানে দলের বিভিন্ন অপূর্ণ প্রতিশ্রুতি ও সাম্প্রতিক বিতর্কের কথা উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, দিল্লি সরকারের মন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। পরিবহণ, প্রশাসনিক সংস্কার, তথ্য প্রযুক্তি, গৃহ ও মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের নতুন সরকারি বাসভবন ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা নিয়েও চিঠিতে উল্লেখ করেছেন গেহলট।
লিখেছেন, শীষমহলসহ এমন বেশ কিছু ঘটনা সাম্প্রতিক কালে ঘটেছে যা কিনা মানুষকে নতুন করে ভাবাচ্ছে যে আম আদমি পার্টি আদৌ সাধারণ মানুষের পার্টি কিন। তিনি আরও উল্লেখ করেন যে, দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে টানাপোড়েন শহরের উন্নতিতে বাধা সৃষ্টি করছে। চিঠিতে গেহলট সাফ জানান, দিল্লি সরকার অধিকাংশ সময় কেন্দ্রের সঙ্গে লড়াইয়ে খরচ করে দিলে শহরের উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়।
চিঠির শেষে গেহলট লিখেছেন, ‘বর্তমানে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে আপ থেকে সরে দাঁড়ানো ছাড়া আমার আর কোনও উপায় নেই। তাই, আমি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।’ গেহলটের পদত্যাগের পর এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি আম আদমি পার্টির তরফে। তবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচনের আগে দিল্লির বর্তমান সরকারের কাছে এটা যে বড় ধাক্কা তাতে কোনও সন্দেহ নেই।
খবর : আজকাল ডট ইন।