শনবিলের সিদল প্যাকেট করে সারা দেশে বাজারজাতের সূচনা

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : ভারত বিকাশ পরিষদ ও ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে করিমগঞ্জের শনবিলের মাছ চাষিরদের উৎপাদন করা সিদল প্যাকেট করে সারা দেশে বাজারজাত করার জন্য আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হয়। এই উপলক্ষে নক্ষত্র হোটেল এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত বিকাশ পরিষদের সভাপতি নেপাল কৃষ্ণ ধরের পৌরহিত্যে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে।

এদিনে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইএএসএসটির ডিরেক্টর প্রফেসর আশিস কুমার মুখার্জি, আইএএসএসটির লাইফ সায়েন্স বিভাগের প্রফেসর মুজিবুর রহমান, আগরতলা ফিশারি কলেজের প্রফেসর রণেন্দ্রকুমার মজুমদার, আইএএসএসটির লাইফ সায়েন্স বিভাগের প্রজেক্ট সায়েন্টিস্ট ড. মলয় জয়রাজ ভট্টাচার্য, ভারত বিকাশ পরিষদের উত্তর পূর্ব এলাকার কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা: জগদেন্দু দেব প্রমুখ । উল্লেখ্য, বরাক উপত্যকায় এই প্রথম জাতীয় স্তরের কোন পণ্য বাজারজাত করা হয়।

Author

Spread the News