বিএনপির মহাসমাবেশ শুরু, এর আগে রণক্ষেত্র
২৮ অক্টোবর : সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। শনিবার দুপুর ১টার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় বিএনপির এ মহাসমাবেশ।
এ দিকে, সমাবেশের আগেই রাজধানীর কাকরাইল রণক্ষেত্রে পরিণত হয়েছে। কাকরাইল মোড়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় কয়েক ‘শ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কাকরাইলে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় পুলিশের পক্ষ থেকে টিয়ার শেলও নিক্ষেপ করা হয়। কাকরাইল মসজিদ মোড় থেকে বিচারপতির ভবন পর্যন্ত সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে।
এর আগে ১১টার পর বিচারপতির বাসভবনের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা একটি বাস ও বেশ কয়েকটি পিকআপ ভাঙচুর করেছেন।
এ দিকে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত টেলিকম অপারেটরকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।