বিএনপির মহাসমাবেশ শুরু, এর আগে রণক্ষেত্র

২৮ অক্টোবর : সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। শনিবার দুপুর ১টার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় বিএনপির এ মহাসমাবেশ।

বিএনপির মহাসমাবেশ শুরু, এর আগে রণক্ষেত্র

এ দিকে, সমাবেশের আগেই রাজধানীর কাকরাইল রণক্ষেত্রে পরিণত হয়েছে। কাকরাইল মোড়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় কয়েক ‘শ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কাকরাইলে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির মহাসমাবেশ শুরু, এর আগে রণক্ষেত্র

এ সময় পুলিশের পক্ষ থেকে টিয়ার শেলও নিক্ষেপ করা হয়। কাকরাইল মসজিদ মোড় থেকে বিচারপতির ভবন পর্যন্ত সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এর আগে ১১টার পর বিচারপতির বাসভবনের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা একটি বাস ও বেশ কয়েকটি পিকআপ ভাঙচুর করেছেন।

এ দিকে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত টেলিকম অপারেটরকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Author

Spread the News