গৌহাটি বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাস বন্ধ করে দিল কর্তৃপক্ষ
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গৌহাটি বিশ্ববিদ্যালয়ের দুটি বয়েজ হোস্টেলের আবাসিক ছাত্রদের মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে কর্তৃপক্ষ সোমবার থেকে বয়েজ হোস্টেল, আরসিসি-১ ও বয়েজ হোস্টেল, আরসিসি-২ বন্ধ করে দিয়েছেন।
জানা গেছে, ছাত্র সংঘর্ষে কিছু আউটসাইডার এবং দুষ্কৃতি জড়িত রয়েছেন। সংঘর্ষের ফলে ছাত্রাবাসের একাংশ, ছাত্র ও নিরাপত্রা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।কয়েকজন ছাত্রকে স্থানীয়, হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। ছাত্রাবাস দু’টির আবাসিকদের নিরাপদে রাখার সুবিধার্তে ৩০ সেপ্টেম্বর থেকে আরসিসি -১ এবং আরসিসি-র আবাসিক ছাত্রদের অন্য হোস্টলে নিয়ে যায়া হয়েছে। হিংসার প্রেক্ষিতে পড়াশুনা কোন ব্যঘাত সৃষ্টি হবে না বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।