ওয়েল ট্যাঙ্কার থেকে দেড় কোটি টাকার গাঁজা উদ্ধার, ধৃত চালক

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : ফের ত্রিপুরা থেকে অসম হয়ে বহিরাজ্যে  পাচারের পথে চুরাইবাড়ি পুলিশের তল্লাশিতে ধরা পড় দেড় কোটি টাকা মূল্যের গাঁজা সহ এক পাচারকারী। এমর্মে চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, রবিবার সকালে আগরতলা থেকে গাঁজা বোঝাই করে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম সীমান্তে প্রবেশ করা মুখে চুরাইবাড়ি চেকিং পয়েন্টে এন এল ০১ এজি ৫৫০৮ নম্বরে একটি ওয়েল ট্যাঙ্কার আসলে গাড়িটিতে কর্তব্যরত পুলিশ কর্মীরা তল্লাশি চালালে ট্যাঙ্কারের ভেতর থেকে ৭১ প্যাকেটে মোট ১৫০০ কেজি গাঁজা উদ্ধার করে।উদ্ধারকৃত গাঁজা গুলোর কালোবাজারি মূল্য দেড় কোটি টাকার মত হবে বলে জানান। পাশাপাশি একাণ্ডে জড়িত গাড়ি চালকে আটক করে পুলিশ।

ধৃত চালকের নাম মিটুন সরকার, তার বাড়ি ত্রিপুরা। ধৃতের বিরুদ্ধে পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এ সংবাদ সংগ্রহ পর্যন্ত ধৃত চালকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News