মুম্বইয়ে ঝুলন্ত উদ্ধার হওয়া অভিনেত্রী করিমগঞ্জের বাসিন্দা
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১০ জুন : মুম্বইয়ে ঝুলন্ত উদ্ধার অভিনেত্রী তথা মডেল নুর মালবিকা দাস করিমগঞ্জের লক্ষীবাজার নারীকুলি গ্রামের বাসিন্দা। মৃত অভিনেত্রীর পিসির কাছে জানতে চাইলে তিনি জানান, নুর মালবিকা দাস অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পাড়ি দিয়ে ছিল এবং বেস কিছু সিরিজে অভিনয় করলেও সফল হতে না পারায় সে ডিপ্রেশনে ভুগছিল। এতেই হয় তো আত্মহত্যার পথ বেছে নেয় বলে অনুমান করছেন তিনি। তবে মৃত্যুর আসল রহস্য জানা না গেলেও পুলিশের তদন্তে প্রকাশ পাবে বলে মনে করছেন তিনি।
নুর মালবিকা দাস করিমগঞ্জ পড়াশোনা শেষ করে অভিনেত্রী হওয়ার মনবাসনা নিয়ে প্রথমে গুয়াহাটি গিয়ে মডেলিংয়ে ক্লাস করে পরে সেখান থেকে শিলং, কলকাতা ও দিল্লিয়ে হয়ে শেষমেশ মায়ানগরি মুম্বাইয়ে পাড়ি দিয়ে ছিল প্রায় ১৫ বছর আগে। প্রথম অবস্থায় সে মডেলিঙের পাশাপাশি কাতার এয়ারওয়েজে বিমানসেবিকা হিসেবে কর্মরত ছিলেন। এরপর অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বিমান সেবিকার কাজ ছেড়ে মুম্বইয়ে পা রাখে ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ কাজলের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন মালবিকা দাস। এরপর বেশ কিছু সিনেমা ও টিভি সিরিজে দেখা যায় তাকে। একাধিক হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন।
সোমবার অভিনেত্রী নূর মালবিকা দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার হল মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় নিজ ফ্ল্যাট থেকে। জানা গেছে মালবিকার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরিয়ে আসায় আজ প্রতিবেশীরা বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করেন। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর পচনধরা ঝুলন্ত দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গোরগাঁওয়ের একটি হাসপাতালে পাঠিয়ে দেয়।অনুমান করা হচ্ছে দুই তিন আগে হয়তো তার মৃত্যু হয়েছে।
এদিকে পরিবারের কেউ না,থাকায় ময়নাতদন্ত শেষে সেখানেই স্থানীয় এক এনজিও এর সহযোগিতা তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার এমন মৃত্যুর খবরে জন্মভিটে করিমগঞ্জের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।