সীমান্তে ফের সংঘাতে জড়াল থাইল্যান্ড-কম্বোডিয়া, নিহত থাইসেনা, জখম ৪

৮ ডিসেম্বর : ফের উত্তপ্ত হয়ে উঠল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত। সূত্রের খবর, থাইল্যান্ডের সেনাবাহিনীর উপর আচমকা হামলা চালায় কম্বোডিয়ার সেনারা। তাতে থাইল্যান্ডের (Thailand) এক সেনা নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন ৪ জন। পালটা থাইল্যান্ডের তরফে এয়ার স্ট্রাইক করা হয়েছে।

থাইল্যান্ড সেনার মুখপাত্র উইনথাই সুভারি অভিযোগ করেন, উবন রাচাথানি প্রদেশে তাদের সেনাদের উপর হামলা চালিয়েছে কম্বোডিয়ার (Cambodia) সেনা। পালটা কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মালি সোচেয়াতা জানান, হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনীই। কিন্তু কম্বোডিয়া পালটা আক্রমণ করেনি। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রক হামলার বিষয়টি নিশ্চিত করে বলে, ‘৮ ডিসেম্বর অর্থাৎ সোমবার ভোর ৫টা ৪ মিনিট নাগাদ, থাই সামরিক বাহিনী প্রিয়াহ ভিহিয়ার প্রদেশের আন সেস এলাকায় কম্বোডিয়ার সেনাবাহিনীর উপর আক্রমণ শুরু করে।’ এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তি।

প্রসঙ্গত, সীমান্ত নিয়ে বিবাদের জেরে দীর্ঘ ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে গত জুলাইয়ে সংঘাতে জড়িয়েছিল থাইল্যান্ড-কম্বোডিয়া। ৫ দিন ধরে চলা সংঘাতে নিহত হয়েছিলেন দু’দেশের ৩২ জন নাগরিক। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হস্তক্ষেপে যুদ্ধবিরতি শুরু হয় থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *