টেনিস তারকা মেয়েকে গুলি করে খুন বাবার

১১ জুলাই : স্ত্রীর জন্মদিনেই টেনিস তারকা মেয়েকে গুলি করে খুন বাবার। কিন্তু কেন জাতীয় স্তরের খেলোয়াড়, বিশ্বতালিকায় ১১৩ নম্বরে থাকা মেয়েকে এভাবে গুলি করে খুন করলেন নিহত রাধিকা যাদবের বাবা? সামনে এসেছে সেই মর্মান্তিক সত্যি ।

মেয়ে খেলত। রোজগার করত। আর তার জন্য খোঁটা শুনতে হত বাবাকে। মেয়ের টাকা নিয়ে খোঁটা শুনতে হত রাধিকার বাবা দীপক যাদবকে। ‘দিব্যি আছ! মেয়ের টাকায় বসে বসে খাচ্ছ! দিন কাটাচ্ছ!’ গ্রামবাসীদের কাছ থেকে মেয়ের টাকা, স্বভাব-চরিত্র নিয়ে এভাবেই নিত্য গঞ্জনার শিকার হতে হত বাবা দীপক যাদবকে। সেই রাগেই তারকা খেলোয়াড় মেয়েকে গুলি করে খুন করেন দীপক। নিজের অপরাধ কবুল করে জানিয়েছেন দীপক যাদাব। তার উল্লেখ রয়েছে এফআইআর কপিতেও।

২৫ বছরের তারকা খেলোয়াড় রাধিকা বৃহস্পতিবার বাড়িতেই নিজের বাবার হাতে খুন হন। বৃহস্পতিবার ছিল রাধিকার মায়ের জন্মদিন। সকালে তাই বাজারে গিয়েছিলেন রাধিকা। ফিরে এসে মায়ের জন্য স্পেশাল কিছু বানাতেই রান্নাঘরে ঢোকেন তিনি। তখন সকাল সাড়ে ১০টা নাগাদ রাধিকা রান্নাঘরে কাজ করার সময়ই পিছন থেকে তাঁকে গুলি করে খুন করেন বাবা দীপক যাদব। রাধিকাকে উদ্দেশ্য করে পর পর ৩ বার গুলি ছোঁড়েন তিনি। রান্নাঘরেই লুটিয়ে পড়েন রক্তাক্ত রাধিকা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৮টা সোনার মেডেল পেয়েছিলেন রাধিকা। তবে চোট লাগার পর খেলা ছেড়ে দিয়েছিলেন রাধিকা। কিন্তু একটি টেনিস অ্যাকাডেমি খোলেন। তাতেও তাঁর বাবা দীপক যাদবের আপত্তি ছিল। বার বার মেয়েকে জোর করতেন ওই অ্যাকাডেমিটি বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু বাবার আপত্তি সত্ত্বেও সেই টেনিস অ্যাকাডেমিটি চালাতেন রাধিকা। সেটাও ছিল দীপকের রাগের আরেকটা কারণ।

পাশাপাশি মেয়ের মিউজিক ভিডিয়ো বানানোতেও ছিল বাবা দীপকের আপত্তি। মেয়ের ‘তারকা’ ইমেজ, স্বাধীনচেতা মেয়ের নিজের সিদ্ধান্তে চলা- এসব কিছু-ই মেনে নিতে পারতেন না দীপক। হীনমন্যতায় ভুগতেন দীপক।

Author

Spread the News