দশজন কৃতী পড়ুয়া সহ চার জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দিশারীর

বরাক তরঙ্গ, ৩ জুন : দশজন কৃতী পড়ুয়া সহ চার জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দিল করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট এলাকার অন্যতম সামাজিক সংস্থা দিশারী সম্প্রদায়।শনিবার সন্ধ্যা ৬-৩০ মিনিটের সময় পূর্ব সুচি মতাবিক শহরের সেটেলমেন্ট রোড়ের বিশ্বরূপা বিবাহ ভবনে কৃতী পড়ুয়া ও তাদের অভিভাবক সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সংস্থার সভাপতির পৌরোহিত্য এক সংবর্ধনা সভায় অনুষ্ঠিত হয়। এতে এবার মাধ্যমিক পরীক্ষা রাজ্যের মেধা তালিকায় প্রথম দশে স্থান অধিকার করে সীমান্ত জেলা করিমগঞ্জের মুখ উজ্বল করা মেধাবী পড়ুয়া সুকন্যা দাস সহ নজরকাড়া ফলাফলকারী জেলার মোট দশ কৃতী পড়ুয়াকে সংস্থা পক্ষ থেকে উত্তরীয় মানপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

পাশাপাশি সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সক্ষম হওয়া করিমগঞ্জ জেলা বাসিন্দা পাঁচজন বিশিষ্ট ব্যাক্তিকে বিশেষ সম্মাননা দিয়ে সংবর্ধিত করা হয়। এই পাঁচ গুণীজন হলেন যথাক্রমে দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, প্রাক্তন বিধায়ক তথা ভাষা সেনানী নীতিশ রঞ্জন দাস, গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রসিদ আহমেদ চৌধুরী ও এনএফ রেলের অবসরপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক মোস্তফা আহমেদ, করিমগঞ্জ সৎসঙ্গ বিহারের ক্যানভেনার প্রসেনঞ্জিৎ দাস চৌধরী। সংবর্ধিতা কৃতী পড়ুয়ারা হল সুকন্যা দাস, তামিমা বেগম, নিশাত বিলকিস তাপাদার, তাহের আহমেদ, তাহমিনা ফেরদৌস, অনুষ্কা নাথ, তানজিল আনসার চৌধুরী, মৈথিলী দে, আনছার আহমেদ চৌধুরী ও রাহমানিয়া প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিতি ছিলো উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, জেলায়া ইউডিএফ সভাপতি আজিজুর রহমান তালুকদার, কংগ্রেস নেতা আব্দুল কালাম তাপাদার করিমগঞ্জ পরিবহন বিভাগের আধিকারিক ডিটিও সাহাব উদ্দিন তাপাদার প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News