শিক্ষক অতনুকে সংবর্ধনা জানালো মন্দির কমিটি

বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচরের কৃতী শিক্ষক অতনু চৌধুরীকে সংবর্ধনা জানালো শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালন ও উন্নয়ন সমিতি। বুধবার সমিতির   পক্ষ থেকে সভাপতি সুশীলকুমার বণিক অনুষ্ঠানে মানপত্রটি পাঠ করে শিক্ষক অতনু চৌধুরীর হাতে তুলে দিয়েছেন। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মন্দির কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ নন্দদুলাল রায়, সতীশ শুক্লবৈদ্য, কোষাধ্যক্ষ উৎপল দত্ত চৌধুরী, সেক্রেটারি ইনচার্জ দীপজ্যোতি রায়, দুর্গাচরণ দাস, মানিক দাস, রাজশ্রী পাল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন দিকপাল ফুটবলার গণেশ ভদ্র ও উত্তম চৌধুরী।

উল্লেখ্য, গত শিক্ষক দিবসে অসম রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য পর্যায়ের কৃতী শিক্ষক হিসেবে পুরস্কার দেওয়া হয়েছিল অতনু চৌধুরীকে। ওই বছর শিলচর তথা বরাক উপত্যকার একমাত্র শিক্ষক হিসেবে এই পুরস্কার অর্জন করায় মন্দির কমিটির পক্ষ থেকে এই অভিনন্দনপত্রটি দেওয়া হয়েছে।
সমিতির সভাপতি সুশীলকুমার বণিক বক্তব্য রাখতে গিয়ে সমিতির পক্ষ থেকে প্রাক্তন ফুটবলার তথা শিক্ষক অতনু চৌধুরীর শ্রীবৃদ্ধি কামনা করেন।

শিক্ষক অতনুকে সংবর্ধনা জানালো মন্দির কমিটি
Spread the News
error: Content is protected !!