বিদ্যারতনপুর এমই স্কুলে গণ হিস্টিরিয়া, সংজ্ঞা হারাচ্ছে একের পর এক ছাত্রী, আতঙ্ক
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৯ মে : ভাগা বিদ্যারতনপুর এমই স্কুলে এক অভূতপূর্ব ও রহস্যময় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিদিনের মতোই স্কুল শুরু হয় বৃহস্পতিবারও, কিন্তু সকাল ১১টা নাগাদ হঠাৎ করেই একজন ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নাচানাচি, লাফালাফি করতে করতে একসময় সে সংজ্ঞা হারিয়ে ফেলে। এই ঘটনা দেখে স্কুলে উপস্থিত অন্যান্য ছাত্রীদের মধ্যেও একই ধরনের আচরণ দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র ১০ মিনিটের মধ্যে অন্তত ২০ জন ছাত্রী একই রকম ‘ভুতুড়ে’ আচরণ করে সংজ্ঞা হারায় বলে জানা গেছে।
এই ঘটনার পর মুহূর্তেই ‘স্কুলে ভূত ভর করেছে’ এমন গুজব বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। ভূতের ভয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। শুরু হয় হুড়োহুড়ি, যে যেদিকে পারছে পালানোর চেষ্টা করে।
খবর পেয়ে দ্রুত স্কুলে উপস্থিত হন স্কুল পরিচালন সমিতির সভাপতি। পরিস্থিতি বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে ভূতের আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
তবে, অভিজ্ঞ মহলের একাংশ এই ঘটনাকে ‘গণ হিস্টিরিয়া’ বলে উল্লেখ করেছেন। তাঁরা উল্লেখ করেন ২০১৮ ইংরেজিতে স্কুলে এমন ঘটনা ঘটেছিল। অতীতেও এমন ঘটনা দেশের বিভিন্ন স্কুলে ঘটেছে বলে উল্লেখ করছেন অনেকেই।

এ দিকে, অভিভাবকরা সংজ্ঞা হারানো ছাত্রীদের নিয়ে স্থানীয় মোল্লা বাড়িতে ছুটছেন বলে খবর পাওয়া গেছে। এমন ঘটনায় গোটা বিদ্যারতনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।