অসম হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি May 29, 2025May 29, 2025 Ashu Choudhury gauhati high court, guwahati newsবরাক তরঙ্গ, ২৯ মে : গৌহাটি হাইকোর্টে বিস্ফোরণের হুমকি দুর্বৃত্তের। বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এক দুর্বৃত্ত। ই-মেল যোগে এই হুমকি আসে।ই-মেল পাওয়ার পর গুয়াহাটি পুলিশ তৎপর হয়ে উঠেছে। হাইকোর্টের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি পুলিশ ও বোম স্কোয়াডের দল রওয়ানা দিয়েছেন।Author Ashu Choudhury View all posts Spread the News